চিনি,চুন,ফিটকিরি,হাইড্রোজ,রং,আটা আর আলু দিয়ে তৈরি হয় গুড়

 ছবিটি ঠাকুরগাঁও সদরে একটি ভেজাল গুড় তৈরি কারখানায় তোলা

অনলাইন ডেস্ক:
স্থানীয় লোকজন জানান,ঠাকুরগাঁও সদর জামালপুর ইউনিয়েন সারালি গ্রামে হাফিজুল গুড় ব্যাবসায়ির ছেলে জুয়েলের বাড়িতে  দীর্ঘদিন থেকে অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ, রং ও কেমিক্যাল আটা ময়দা আলু মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে উপজেলার হাটবাজারে বিক্রি করে আসছে। সেই সঙ্গে গুড়ের রং উজ্জ্বল করতে মেশাতেন বিষাক্ত কেমিক্যাল। ভেজাল উপকরণ দিয়ে এক কেজি গুড় তৈরি করতে খরচ হতো ৪০ থেকে ৪৫ টাকা। পক্ষান্তরে এক কেজি গুড়ের দাম ৭৫থেকে ৮০ টাকা। সে কারণে সে অধিক মুনাফা লাভের আশায় ভেজাল উপকরণ মিশিয়ে গুড় তৈরি করতেন বলে মূল গুড় ব্যাবসায়িরা জানান এদিকে শিবগঞ্জ ডাংগীপাড়া আনিসুর এর বাড়িতে দেখা যায় একই কায়দায় ভেজাল গুড় তৈরি করে খুচরা গুড় ব্যাবসায়ি বাড়িতে পাঠিয়ে দেন।এসব গুড় ব্যাবসায়ি বিভিন্ন হাট বাজারে  দেদারসে বিক্রি করছে। এতে করে জন সাধারনের এসব গুড় খেয়ে বিভিন্ন রোগে ভুগছেন।জন সাধারনের দাবি এসব ভেজাল গুরের তৈরির কারখানা গুলো প্রশাসনের কাছে বন্ধের নজরদারি দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments