ডু সামথিং ফাউন্ডেশনের ঐকান্তিক চেষ্টায় শারিরিক প্রতিবন্ধী ভাই বোন পেল হুইলচেয়ার



নিজস্ব প্রতিনিধি :
সেবাধর্মী মানব হিতৌষী প্রতিষ্ঠান ডু সামথিং ফাউন্ডেশনের ঐকান্তিক চেষ্টায়  মঙ্গলবার (২০শে আগষ্ট)বিকেল ৪টার দিকে শারিরিক প্রতিবন্ধী ভাই বোন পেল হুইলচেয়ার। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এরান্দহ গ্রামের শারিরিক প্রতিবন্ধী আশরাফুল(৩৫) এবং মরিয়ম(৩২) দুই ভাই বোন দেখতে তারা ১/২ বছরের বাচ্চার চেয়েও ছোট। তারা শিশুকাল থেকেই  মায়ের কোলে চড়ে বড় হয়। আজও তারা নিজের শক্তিতে চলাফেরা করতে পারে না ।এই বয়সেএসেও তারা মায়ের কোলে চড়ে চলাফেরা করে নতুবা মাটিতে গড়াগড়ি দিয়ে চলাফেরা করে । মাঝে মাঝে মাটিতে ধারালো কিছু পোতা থাকলে তাতে ঘটে নানা বিপত্তি।
কিন্তু উপায় ছিল না কারণ অর্থাভাবে তারা হুইলচেয়ার কিনতে পারেনি। তাদের এমন দুর্দশা নিয়ে একুশে টিভিতে একটা প্রতিবেদন প্রচার হয় যা নজরে আসে ডু সামথিং ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের ডাঃ নাজমুল ইসলামের এ সময় তার ঐকান্তিক চেষ্টায় এগিয়ে আসে দয়ালু  ডা.নাসরিন জাহান এবং ইউসুফ নামে  দুজন ব্যাক্তি, তারা হুইলচেয়ার কেনার জন্য তাদের অর্থিক সহয়তা প্রদান করে।  শারিরিক প্রতিবন্ধী  আশরাফুল এবং মরিয়ম হুইলচেয়ার দুটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে। এ সময় তারা হুইল চেয়ার  প্রদানকারী দুইজনের জন্য দোয়া করেন।
শারিরিক প্রতিবন্ধী  আশরাফুল এবং মরিয়ম  আরও বলেন, আমাদের মা আমাদের আগলে রেখেছেন। বহু কষ্ট করে আমাদের লালন-পালন করছেন।হুইলচেয়ার পেয়ে আমাদের চলাচলের কষ্ট লাঘব হলেও আমরা খাব কি?খাওয়ার চিন্তা শেষ নেই।কেউ যদি আমাদের জন্য দোকান করে দেয়া বা গরু কিনে দিত তাহলে আমাদের জন্য আয়ের একটা ব্যবস্থা হত।
এ সময় উপস্থিত অত্র এলাকাবাসী ডু সামথিং ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের ধন্যবাদ দিয়ে বলেন আপনাদের এমন মহানুভবতা বদলে যাবে  বাংলাদেশ।

Post a Comment

0 Comments